বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

পুরানবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভালো ছাত্র থেকে ভালো মানুষ হওয়া জরুরি : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
ভালো ছাত্র থেকে ভালো মানুষ হওয়া জরুরি : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরানবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে (২৫ ফেব্রুয়ারি ২০২৫) কলেজ মাঠে বর্ণিল আয়োজনের এই ক্রীড়ানুষ্ঠান হয়।

পুরানবাজার ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ও পুরানবাজার ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. আক্তার হোসেন মাঝি। স্বাগত বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব।

এদিন সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, ক্রীড়া ও কলেজ পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রথমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, শিক্ষার্থীদের নিজেদের ভালোবাসতে হবে। তাহলে শারীরিক ও মানসিকভাবে কষ্ট পাবে না। তোমরা ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখো। তোমরা ভালো মানুষ হও। কারণ ভালো ছাত্র থেকে ভালো মানুষ হওয়া জরুরি। আমরা সবাই শিক্ষিত সবাই মেধাবী। কিন্তু আমরা কেউ ভালো মানুষ হতে পারি নাই। আগামী দিনে যারা এই সমাজে রাষ্ট্রকে নেতৃত্ব দিবে তাদের প্রতি এই তিনটি অনুরোধ থাকবে।

হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান পাটওয়ারী। মাঠে খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. আক্তারুজ্জামান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, অ্যাড. মনিরা চৌধুরী, অ্যাড. সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম সেলিম খান, নিউ শান্তা ফোমের মালিক মো. তাজুল ইসলাম লিমন, পৌর ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতি বাতেন মিয়া, বিএনপি নেতা প্রফেসর মো. হারুনুর রশিদ গাজী ও আনোয়ার হোসেন বাচ্চু।

ক্রীড়ানুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসি বেগম, শিরিনা আক্তার, মোহাম্মদ ঈমান হোসেন, মোতাহার হোসেন খান, মানব মিশ্র, দিলরুবা জাহান, শেখ ফাহাদ বিন রশিদ, প্রভাষক মো. শাহাদাত হোসেন, হাবিব উল্লাহ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দসহ কলেজের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী।

এবারের ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের (ছাত্র এবং ছাত্রী) ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা এবং সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগমের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের গানের সাথে শিক্ষার্থীদের নৃত্য উপস্থিত সবার কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়