মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪

ফরিদগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

সেবাদান যেন জনকল্যাণময় হয় সেদিকে বেশি করে নজর দিতে হবে : এ আর এম জাহিদ হাসান

সেবাদান যেন জনকল্যাণময় হয় সেদিকে বেশি করে নজর দিতে হবে : এ আর এম জাহিদ হাসান
প্রবীর চক্রবর্তী

জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে ফরিদগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার নুরুন্নবী নোমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম, রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্দিক কবির মীর।

সভাপতির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, সরকারের 'খ' শ্রেণিভুক্ত এই দিবসটি আপামর জনসাধারণের জন্যে গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয় সরকার বিভাগেই আমরা বেশ কয়েকটি বিভাগ এদেশের সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকি। এছাড়া দিবসের প্রতিপাদ্যকে আমরা যেন পালন করি। স্থানীয় সরকারের মধ্যে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নিয়মিত সাধারণ মানুষকে অনেক ধরনের সেবা প্রদান করে চলছে। কিন্তু সেবাদান যেন জনকল্যাণময় হয় সেদিকে বেশি করে নজর দিতে হবে। এছাড়া এখন প্রায় সকল ধরনের সেবাই অনলাইন নির্ভর। ফলে সেবা নেয়ার ক্ষেত্রে প্রাথমিক কাজটি অর্থাৎ জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশি সনদসহ সকল কিছুতেই সেবা গ্রহীতাকে নিজে থেকেই আবেদন করার পর পরবর্তীতে অফিসে এসে সেবা গ্রহণ করতে হয়। যদিও আমাদের দেশে এখনো সেবা গ্রহীতাদের নিজ থেকেই আবেদন করার সংস্কৃতি গড়ে উঠেনি। ফলে অফিসের সহায়তায় আবেদন থেকে শুরু করে সবকিছু হচ্ছে। ফলে এসব কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়