বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩

শ্রীনগরে দোকান থেকে পঞ্চাশোর্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে দোকান থেকে পঞ্চাশোর্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি পরিত্যক্ত দোকান থেকে রফিকুল আলম বুলু (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ধাইসার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রফিকুল আলম বুলু শ্রীনগর উপজেলার মুশুরীপাড়া গ্রামের মৃত পবন মাঝির ছেলে।

দোকান থেকে রহস্যজনকভাবে উদ্ধার মরদেহ

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রফিকুল আলম বুলু ধাইসার এলাকার লাভলু হাসানের কাছ থেকে একটি দোকান ভাড়া নিয়েছিলেন সবজি বিক্রির জন্য। তবে মাত্র তিন দিন ব্যবসা করার পর তিনি সবজি বিক্রি বন্ধ করে দেন এবং দোকানের ভেতরেই বসবাস শুরু করেন।

স্থানীয়রা জানান, বুলু অনিয়ন্ত্রিত জীবনযাপন করতেন এবং মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় স্থানীয়রা সন্দেহ করে ২৫ ফেব্রুয়ারি শাটার খুলে দেখতে পান, তিনি চাদর গায়ে দিয়ে খাটের পাশে ফ্লোরে নিথর পড়ে আছেন।

পুলিশের তদন্ত ও প্রাথমিক ধারণা

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।"

স্থানীয়দের প্রতিক্রিয়া

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, বুলু দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং সঙ্গহীন জীবনযাপন করছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়