প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৪
গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া

চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল দশটায় বিদ্যালয়ের দ্বিতীয় তলার হলরুমে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক আবুল বাশার ও আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন।
মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা নিজামুল হক। চলতি বছরে এসএসসি পরীক্ষায় এ বছর ১৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে। তাদের ভালো ফলাফল করার লক্ষ্যেই এই দোয়া ও মোনাজাতের আয়োজন।
উপস্থিত ছিলেন সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সরকার, সাবেক ক্রীড়া শিক্ষক আব্দুস সাত্তার, ইসমাইল প্রধানীয়া, ফেরদৌস আরা বেগম, মনি রাণী পাল, সুলতানা আক্তার, রত্না রাণী রায়, রোকেয়া আক্তার, মুহাম্মদ রাকিবুল হাসান, রওশন আরা, তনু দাস, মাহমুদুল হাসান, বিপ্লব দাস, বশির উল্লাহ পাটোয়ারী, সাইফুল ইসলাম, মাহবুব আলম, সারোয়ার মোর্শেদ, আলমগীর হোসেন, মো. আব্দুল কুদ্দুস, মন্দিরা দেব, ফাহাদ আলী, মো. বিল্লাল হোসেন, রায়হান ঢালী ও রায়হান হোসেন। দোয়া ও মোনাজাত শেষে তবররুক বিতরণ করা হয়।