বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬

চান্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

ভালো নির্বাচনের মাধ্যমে ভালো জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে

------শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার
ভালো নির্বাচনের মাধ্যমে ভালো জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে সদর উপজেলার চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২নং চান্দ্রা ইউনিয়ন শাখা।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিলো। অথচ ৭২-এর সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার মুক্তিযুদ্ধের মূল স্লোগান বাদ দেয়া হয়েছে। সেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিস্থাপন করা হয়েছে। এভাবে ১৯৪৭ সালেও ব্রিটিশবিরোধী আন্দোলনে মুক্তিকামী মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ঠিক একইভাবে একাত্তর সালেও মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে। ৫ আগস্টের রক্ত যদি বৃথা যায় তাহলে আমাদের কপালে আরো অনেক দুর্ভাগ্য অপেক্ষা করছে। ৫ আগস্ট তৈরি হয়েছে বিগত ৫৩ বছরের রাজনৈতিক অব্যবস্থার বিরুদ্ধে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার লক্ষ্যে। যেখানে দল-মত-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, আমাদেরকে নির্বাচন পদ্ধতির সংস্কার আনতে হবে। যেই নির্বাচন পদ্ধতিতে ৫৩ বছরেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, সেই নির্বাচন পদ্ধতিতে পুনরায় নির্বাচন হতে পারে না। আজকে যারা সংস্কার বাদ দিয়ে দ্রুত নির্বাচন চাচ্ছে এই ৬ মাসে তাদের অবস্থা এদেশের মানুষ দেখছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ভালো নির্বাচনের মাধ্যমে ভালো জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন ও জয়েন্ট সেক্রেটারী শাহ্ জামাল গাজী সোহাগ।

চান্দ্রা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুদ আলম ছৈয়ালের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ রাকিব হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান, লক্ষ্মীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মনিরুজ্জামান, হানারচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মনির হোসেন, বালিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. মানিক মিয়া প্রমুখ।

এছাড়া সমাবেশ চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ইসলামী আন্দোলনের শত শত নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয়। গণসমাবেশকে কেন্দ্র করে বিকেল থেকে চান্দ্রা বাজার এলাকা গণমানুষে পরিণত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়