শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:০৮

শ্রীনগরে সবজির দাম বৃদ্ধি - নিন্মআয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে সবজির দাম বৃদ্ধি - নিন্মআয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাজার গুলোতে প্রচুর পরিমাণ সবজি পাওয়া গেল ও সবজির দাম উর্ধমুখী হওয়ায় নিম্ন আয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে।

প্রতি কেজি আলু ৪০ টাকা,পটল ৬০ টাকা,বরবটি ৮০ টাকা,বেগুন ৮০ টাকা,ধুন্দল ৬০ টাকা,চিচিশঙ্গা ৬০ টাকা,মূলা ৬০ টাকা,শশা ৬০টাকা, গাজর ৮০ টাকা, ,ঢেড়শ ৮০ টাকা,কচু মুখি ৬০ টাকা,কচুরলতি ৬০ টাকা,করল্লা ৬০ টাকা, কুমড়া কেজি ৩০ টাকা, কাকরল ৮০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, কাঁচা কলা হালি ৪০ টাকা, প্রতি পিচলাউ প্রকারভেদে ৬০ থেকে ১০০ টাকা,লেবু হলি ২০টাকা,কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০-২০০টাকা,পেঁয়াজ ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে ।এভাবে প্রতিটি সবজির দাম বৃদ্ধি পাওয়ায় নিন্ময়ের ক্রেতারা সবজিক্রয় করতে হিমশিম খাচ্ছেন।

সবজি কিনতে এসেছিলেন আব্দুর রহমান তিনি জানান,প্রতিটি সবজির দাম এত বৃদ্ধিপেয়েছে বাজারে এসে জানতে পেলেন। এখন তিনি কি সবজি কিনবেন তা নিয়ে চিন্তিত।ক্রেতা নাজমা বেগম জানান,সবজির দামবৃদ্ধি তারপর ও না কিনে উপায় কি?

সবজি বিক্রেতা আব্দুল আজিজ খান জানান, আড়ত হতে বেশি দামে সবজি কিনতে হয় তাই বাধ্য হয়ে তাদেরকে ও বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে।সবজি চাষি মোহাম্মদ খলিল ব্যাপারী জানান,একটানা বৃষ্টি হওয়ায় সবজি জমিতে পানি প্রবেশ করে অনেক সবজি নষ্ট হয়েছে তাই এর প্রভাব পড়েছে বাজারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়