শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১৬:৪৬

কচুয়া-গৌরিপুর সড়কে যান চলছে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে

অনলাইন ডেস্ক
কচুয়া-গৌরিপুর সড়কে যান চলছে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে

কচুয়া-গৌরিপুর ভায়া সাচার সড়কটি যানবাহন চলাচলের দিক থেকে অতীব গুরুত্বপূর্ণ। ঢাকা-কুমিল্লা মহাসড়কে বড় রকমের যানজট সৃষ্টি হলে বৃহত্তর নোয়াখালী জেলার নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সোনাইয়মুড়ী, চাটখিল, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার যানবাহনগুলো ঢাকা যাতায়াতে বিকল্প সড়ক হিসাবে উক্ত কচুয়া-গৌরিপুর সড়কটি ব্যবহার করে থাকে। সড়ক ও জনপথ বিভাগের আওতার এ সড়কটির এখন জরাজীর্ণ অবস্থা। কচুয়া উপজেলার উত্তর সীমান্তের বারৈয়ারা হতে কচুয়া সদর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কের স্থানে স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। কোন কোন স্থানের গর্ত পুকুরসম রূপ ধারণ করেছে। এছাড়া পুকুর ও খাল অংশে কয়েকটি স্থানে সড়কের পাশের অংশ দেবে গেছে। দেবে যাওয়া অংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে- সাচার উচ্চ বিদ্যালয়ের উত্তর সংলগ্ন পোদ্দার পুকুর পাড়, কলাকোপা ভূইয়া প্রজেক্ট সংলগ্ন, সাজিরপাড় মসজিদ সংলগ্ন, তুলতুলীর মোড় ও বাইছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক অংশ। সাচার উচ্চ বিদ্যালয়ের উত্তর সংলগ্নে উভয় পাশে (পশ্চিম পাশে পুকুর ও পূর্ব পাশে খাল) প্রায় ৫০ ফুট সড়ক দেবে যাওয়া ছাড়াও প্রায় ২০০গজ সড়কের খুবই বেহাল দশা। এ বেহালদশা ও দেবে যাওয়া অংশ দিয়ে যানবাহন চলাচল করছে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে।

সাচার ইউনিয়েনের চেয়ারম্যান মনির হোসেন, স্থানীয় অধিবাসী শাহজাহান ও আরিফ হোসেন জানান, কচুয়া-গৌরিপুর সড়কের সাচারে পোদ্দার পুকুর পাড় অংশে দেবে যাওয়া ও ভাংচুর অবস্থা সৃষ্টির কারণে এ অংশে প্রায়ই যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। গত দু’মাসে ট্রাকসহ বেশ কয়েকটি সিএনজি, অটোরিক্স ও রিক্সা উল্টেপড়ে বহন করা মালামাল সামগ্রী বিনষ্টসহ অন্তত ১৫/১৬ যাত্রী আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, সাজিরপাড় মসজিদ সংলগ্নে দেবে যাওয়া সড়ক গত ৮ নভেম্বর একটি মিশুকগাড়ি পারাপার হতে গিয়ে উল্টে পাশের খালের পড়ে যায়। এতে মিশুক গাড়ির চালক আহত হওয়াসহ পরিবহন করা ২০/২২ হাজার টাকার ডিম বিনষ্ট হয়। তাছাড়া বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তধরে যানবাহন চলাচল করছে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। শিগগিরই সড়কের দেবে যাওয়া অংশ ও সৃষ্টি হওয়া গর্ত মেরামত করা না হলে এ সড়কধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৯ সালে এ সড়কের মেরামত কাজ করা হয়েছে। মেরামত কাজ খুবই নি¤œমানের হওয়ায় দুই/আড়াই বছর যেতে না যেতেই সড়কটি দেবে যাচ্ছে ও গর্ত সৃষ্টি হচ্ছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ ভূইয়া সড়ক দেবে যাওয়া ও গর্ত সৃষ্টি হওয়ার সত্যতা স্বীকার করে জানান, সড়কের দেবে যাওয়া অংশে রাবিশ ফেলার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া আমাদের হাতে একটি ক্ষুদ্র টেন্ডার রয়েছে। এ ক্ষুদ্র টেন্ডারের মাধ্যমে গর্তগুলোর মেরামত কাজ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়