রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ মে ২০২৪, ১৮:০৫

হাজীগঞ্জে রাতের আগুনে পুড়লো ৮ ব্যবসা প্রতিষ্ঠান

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে রাতের আগুনে পুড়লো ৮ ব্যবসা প্রতিষ্ঠান

হাজীগঞ্জের রামপুর উত্তর বাজারে রাতের আঁধারে পুড়ে গেছে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ১৬ মে ভোররাতে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধারনা করছেন বৈদূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবাসায়ীরা হলেন, আনোয়ার হোসেন, মোহাম্মদ খোকন, অরুণ কর্মকার, মো. সেলিম, মো. ফখরুল ইসলাম, হরি কর্মকার, ও মোহাম্মদ সোহেল। এর মধ্যে বেশিরভাগ মুদি দোকান, স্বর্ণের দোকান, চা দোকান ও ফলের দোকান। ।

বাজার ব্যবাসায়ী সভাপতি এসএম মানিক জানান, ভোররাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, রাতে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি ৮ দোকানের সব ছাই হযে গেছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন পারভেজ জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়