শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ১৪:০৬

চাঁদপুর সদর চান্দ্রা ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র প্রাঙ্গন থেকে ৩০০ ব্যালট পেপার উদ্ধার

পুনঃ নির্বাচনের দাবিতে বিক্ষোভ

মিজানুর রহমান
চাঁদপুর সদর চান্দ্রা ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র প্রাঙ্গন থেকে ৩০০ ব্যালট পেপার উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬নং ওয়ার্ডে ৯৫নং মধ্য মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ৩০০ ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় ভোটকেন্দ্রের পিছনে সাদা ব্যাগের ভিতর মোড়ানো তিনটি বই অর্থাৎ ৩০০ ব্যালট পেপার উদ্ধার করে। ভোটের পরের দিন ১২ নভেম্বর শুক্রবার ওই ব্যালট পেপারগুলো পাওয়া যায় বলে স্থানিয়রা জানান।

এই কেন্দ্রের তালা মার্কার মেম্বার প্রার্থী ছলেমান শেখের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে প্রতিপক্ষ মেম্বার প্রার্থীরা। ভোট কারচুপির ঘটনায় পুনর্নির্বাচনের দাবিতে এলাকায় শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে সিজার লিস্ট ছাড়া সাক্ষীদের সাক্ষ্য নিয়ে উদ্ধারকৃত ব্যালট পেপার গুলি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিক্ষোভ করে।

পরিস্থিতি ঘোলাটে দেখে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাবেক মেম্বার আক্তার হোসেন জানান, সাধারণ মেম্বারের ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে প্রতিপক্ষ তালা মার্কার মেম্বার প্রার্থী ছলেমান শেখকে বিজয়ী করে বড় ধরনের ভোট কারচুপি করা হয়েছে।

ব্যালট পেপার গুলো এলাকাবাসী উদ্ধার করে খবর দিলে সেখানে গিয়ে ব্যাগের ভেতর মোড়ানো ৩০০ ব্যালট পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে এসআই ওয়াসিম ঘটনাস্থলে এসে জব্দ তালিকা করে সাক্ষীদের সাক্ষ্য নেয়া হয়। এসময় এলাকাবাসী ক্ষিপ্ত হলে তাদেরকে শান্ত করা হয়। যারা ভোট কারচুপির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানায় ওই ওয়ার্ডের বিক্ষুব্ধ এলাকাবাসী।

তারা এই ওয়ার্ডের পুনঃনির্বাচন দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য চাঁদপুর জেলা নির্বাচন অফিসারের কাছে জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়