প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৯
অসহায় ও দরিদ্রদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ
স্কুল কলেজ মাদ্রাসার সত্যিকারের ছাত্ররাই মানবসেবায় নিজেদেরকে উজাড় করে
.............. মাও. মো. সাইফুদ্দিন খন্দকার

স্টাফ রিপোর্টার ॥ ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নিয়মিত বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে ছাত্র হিযবুল্লাহর জেলা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানবতার সেবাই ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ছাত্র হিযবুল্লাহ মানবকল্যাণমূলক যে কার্যক্রম পরিচালনা করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য। তিনি আরো বলেন, ছাত্রদের পড়ালেখার পাশাপাশি মানবসেবার কাজ সত্যিই প্রশংসনীয়। স্কুল কলেজ মাদ্রাসার সত্যিকারের ছাত্ররাই মানবসেবায় নিজেকে উজাড় করে। একজন ভালো ছাত্র, একজন ভালো মানুষ কখনওই বিপথগামী হতে পারে না। ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। সঠিক দিশা পেলেই জাতির গর্বিত সন্তান হবে তারা।
চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মো. নোমান ছালেহী, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, কুড়ি মুকুল সম্পাদক মো. সিয়াম পাটওয়ারী, চাঁদপুর শহর শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খান সহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শীতের তীব্রতা উপেক্ষা করে আসা প্রায় ২০০ জন অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্যে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ভবিষ্যতেও ছাত্র হিযবুল্লাহ মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে সকলের কাছে দোয়া কামনা করছি।
ছবির ক্যাপশন।। ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নিয়মিত বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।








