প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২০:০৫
মতলব উত্তরে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সভা
ফ্যাসিস্ট সরকার আমাদের দলটাকে ভেঙে চুরমার করে দিতে চেয়েছে
----- ড. মোহাম্মদ জালাল উদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট সরকার আমাদের দলটিকে ভেঙ্গে চুরমার করে দিতে চেয়েছিলো। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের গঠনমূলক নেতৃত্বের কারণে তারা তা পারেনি। নির্যাতিত নেতাকর্মী ও সাধারণ জনগণ আমাদের সঙ্গে ছিলো। আগামী নির্বাচনে সাধারণ জনগণ, মা-বোনেরা বিএনপিকে ক্ষমতায় এনে তারেক জিয়ার হাতে রাষ্ট্র গঠনের দায়িত্ব তুলে দেবেন। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণও আমাদের সঙ্গে আছে।
|আরো খবর
বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচি ছিলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রগঠনমূলক ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ঘরে ঘরে জনে জনে যোগাযোগ কার্যক্রম।
ড. জালাল উদ্দিন আরো বলেন, খালেদা জিয়াকে স্বৈরাচার সরকার বলেছিলো—আপনি অপরাধ স্বীকার করুন, তাহলে মুক্তি পাবেন। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘আমি কোনো অপরাধ করিনি।’ সেজন্যেই তাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিলো। একইভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াছ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর প্রধান, আব্দুল গণি তপাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী প্রমুখ।