প্রকাশ : ২৪ মে ২০২৫, ২২:১৮
নজরুল জয়ন্তীতে সংগীত নিকেতনের সাংস্কৃতিক সন্ধ্যা
কাজী নজরুলের লেখনী আমাদের শুদ্ধ মানুষ হতে শেখায় : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জয়ন্তী উপলক্ষে সংগীত নিকেতন, চাঁদপুর -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (২৪ মে ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়া সাহা বাড়ি রোডস্থ সংগীত নিকেতনের নিজস্ব ভবনের চন্দ্র কান্ত সাহা মিলনায়তনে এ আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে কাজী নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নিয়ে গভীর আলোকপাত করেন।
জেলা প্রশাসক বলেন, কাজী নজরুল ইসলাম কেবল প্রেমের কবি নন, তিনি দ্রোহের কবি, মানবতার কবি। নারী-পুরুষের প্রেমের পাশাপাশি তিনি মানুষের প্রতি প্রেম, পশু-পাখির প্রতি মমতা, প্রকৃতি ও দেশের প্রতি ভালোবাসার কথা বলেছেন। তাঁর প্রতিটি লেখায় যে উদারতা, সহনশীলতা ও সাম্যের চেতনা প্রকাশ পায়, তা আজকের সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক। কাজী নজরুলের লেখনী আমাদেরকে শুদ্ধ মানুষ হতে শেখায়।
তিনি আরও বলেন, নজরুল প্রচলিত ধারা ভেঙ্গে সমাজের প্রতিটি স্তরে প্রেম, বিদ্রোহ ও প্রতিবাদের বাণী ছড়িয়ে দিয়েছেন। বড়ো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি হিন্দি, ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন। তাঁর সাহিত্য ও সংগীতে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষের প্রতি ভালোবাসা আমরা দেখি। এমন একজন কবিকে জানা ও বোঝা নতুন প্রজন্মের জন্যে অত্যন্ত জরুরি।
জেলা প্রশাসক তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি চাই সংগীত চর্চার পাশাপাশি আপনারা ছেলে-মেয়েরা নজরুলের প্রেমে পড়ুন, তাঁর জীবন ও দর্শন থেকে শিখুন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত। তিনি বলেন, প্রতিবছর আমরা নজরুল জয়ন্তী পালন করে থাকি। কারণ, আমরা বিশ্বাস করি, নজরুল শুধু কবি নন, তিনি আমাদের জাতিসত্তার অংশ, আমাদের চেতনার প্রাণ।
অনুষ্ঠানে আলোচনা পর্ব সঞ্চালনা করেন সংগীত নিকেতনের চিত্রাংকন বিভাগের শিক্ষক বিমল চন্দ্র দে।
বক্তৃতা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে বড়োদের সংগীত পরিচালনা করেন সংগীত নিকেতনের প্রশিক্ষক রিয়া চক্রবর্তী এবং ছোটদের সংগীত পরিচালনায় ছিলেন বিচিত্রা সাহা। দর্শকদের মুগ্ধ করে নজরুল সংগীত, আবৃত্তি, দলীয় ও একক নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত নিকেতনের শিক্ষক বাবুল চক্রবর্তী, শংকর আচার্য, দীপক চক্রবর্তী, অমল সেনগুপ্ত, পলাশ সেনগুপ্ত ও শান্তি রক্ষিতসহ অন্যরা।