প্রকাশ : ২৪ মে ২০২৫, ২১:৪০
পশ্চিম সকদীতে সম্পত্তিগত বিরোধে হামলায় আহত ১

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম সকদী গ্রামে সম্পত্তিগত বিরোধে হামলায় জাহাঙ্গীর মিজি (৫২) নামে ১ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে ২০২৫) বিকেলে।
আহত জাহাঙ্গীর মিজি জানান, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই বাড়ির ওমর ফারুকদের সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস হলেও তা সমাধান হয়নি। আগামী মাসে পবিত্র ঈদুল আজহার পরে বসার একটা সিদ্ধান্ত হয়।
প্রতিপক্ষ সেই সিদ্ধান্তকে অমান্য করে ঘটনার দিন আমার পৈত্রিক সম্পত্তিতে সীমানা করে গাছ লাগানোর জন্যে প্রস্তুতি নেয়। খবর পেয়ে আমি তাদেরকে গাছ না লাগানোসহ সীমানা না দেয়ার জন্যে বলি।
এ সময় মিজানুর রহমানের ছেলে ওমর ফারুক, কালু মিজির ছেলে সোহেল মিজি ও খোরশেদ মিজির ছেলে হাসান মিজি ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত করাসহ নীলাফুলা জখম করে। এমনকি হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে জাহাঙ্গীর মিজিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে জাহাঙ্গীর মিজি বলেন, আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মিজানুর রহমানরা আমার সম্পত্তি জোরপূর্বক দখল করে। আমি নিরীহ মানুষ, একজন দিনমজুর। আমাকে অসহায় পেয়ে তারা আমার সম্পত্তি জোর করে দখল করে নিতে চায়। আমাকে তারা ঘটনার দিন এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। শরীরের বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে নীলাফুলা জখম করে।
হামলার ঘটনায় উল্লিখিত ৩জনের নামে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
আমি আমার সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।