রবিবার, ২৫ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৪ মে ২০২৫, ২১:৩১

লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ড. জালাল

শিক্ষিত মানুষের চেয়ে ভালো মানুষ বেশি প্রয়োজন

শিক্ষিত মানুষের চেয়ে ভালো মানুষ বেশি প্রয়োজন
মাহবুব আলম লাভলু

বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, লেখাপড়া করে শুধু পুঁথিগত জ্ঞান অর্জন করলেই হবে না, শিক্ষা গ্রহণ করে একজন ভালো মানুষ হতে হবে। কেননা শিক্ষিত মানুষের চেয়ে ভালো মানুষ বেশি প্রয়োজন। আমি পুঁথিগত জ্ঞান অর্জন করলাম, কিন্তু দেশের জন্যে কিছু করতে পারলাম না, সমাজের জন্যে কিছু করতে পারলাম না, তাহলে এই শিক্ষা মূল্যহীন। সুতরাং এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা দিয়ে মানুষের জন্যে ও দেশের জন্যে কাজ করা যায়।

শনিবার (২৪ মে ২০২৫) মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার নেতা তারেক রহমানের স্বপ্ন একটি অপরাধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন। সে লক্ষ্যে আমি আজকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করতে চাই, যদি কেউ মাদক, ইভটিজিং এবং অন্যান্য সামাজিক অপরাধের সাথে যুক্ত হয়, আর আমি যদি প্রমাণ পাই তাহলে উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো। এ ধরনের কোনো অপরাধীর ঠাঁই নেই। তিনি সকল শিক্ষার্থীকে মনোযোগ সহকারে লেখাপড়া করার জন্যে আহ্বান জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেলে আকর্ষণীয় পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেন।

লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির চান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিসেফ-এর কান্ট্রি ম্যানেজার ডা. এমদাদুল হক মানিক, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজগর খান, সাবেক সদস্য এসএম বোরহান উদ্দিন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার, ইঞ্জিনিয়ার আবুল হাশেম, কাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ড. আব্দুল মান্নান, বোরহান উদ্দিন খান, মাঈনুদ্দিন দেওয়ান, শিক্ষক রুহুল আমিন ও জহির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরীক্ষার্থী মো. জাকারিয়া। হামদ পরিবেশন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তার। মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী সাবিকুন নাহার ও মাহিনুর আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়