রবিবার, ২৫ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৪ মে ২০২৫, ২২:০০

পঞ্চগড়ে আটক হাজীগঞ্জের দু যুবক পরিবারের জিম্মায়

পঞ্চগড়ে আটক হাজীগঞ্জের দু যুবক পরিবারের জিম্মায়
কামরুজ্জামান টুটুল

ভারত থেকে অবৈধভাবে পালিয়ে আসা পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে আটক হাজীগঞ্জের দু যুবককে পরিবারের জিম্মায় দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম।

শুক্রবার (২৩ মে ২০২৫) তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজার থেকে ফারুক হোসেন (২০) এবং রাব্বি হোসেন (২১) নামের দুই যুবককে আটক করে বিজিবি। পরে তাদেরকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে বিজিবি। তারা হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের বাসিন্দা।

জানা যায়, ফারুক ও রাব্বি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গত কয়েক বছর ধরে অবৈধভাবে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলো। সম্প্রতি ভারতে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের আটক আতঙ্কে গত ২০ মে তারা কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুঁড়ি জেলার নিউ জলপাইগুঁড়ি রেলস্টেশনে আসেন। পরে সেখান থেকে তারা হেঁটে ভারতের মুড়িখাওয়া গ্রাম হয়ে সীমান্তের মহানন্দা নদী পাড়ি দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপরেই তারা তেঁতুলিয়া বাজারে বিজিবির হাতে আটক হন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, আটক দু যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবির সহযোগিতায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়