রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ২২:২৫

মতলব পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন লিটন ঢাকায় গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলব পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন লিটন ঢাকায় গ্রেফতার

অপারেশন ডেভিল হান্টের অভিযানে আত্মগোপনে থাকা মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে ২০২৫) দুপুরে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি দল অভিযান চালিয়ে বসুন্ধরায় অবস্থিত তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে ঢাকায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। মতলব পৌর আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা, সাবেক মেয়রের পরিবারের এক সদস্য মেয়রের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান মেয়র আওলাদ হোসেনের গ্রেপ্তারের সত্যতার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত মেয়র আওলাদ হোসেনের বাড়িতে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায় এবং সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মেয়র আওলাদ আত্মগোপনে চলে যান। এরপর বেশ কয়েক মাস তিনি দেশের বাইরে ছিলেন। গত ৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মেয়র আওলাদকে আসামি করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর তাঁকে কোথায় নেয়া হয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি । এ ব্যাপারে সাবেক মেয়র আওলাদ হোসেনের পরিবারের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এর বেশি কিছু বলতে পারবেন না বলে জানান।

মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ জানান, সাবেক এই মেয়রের গ্রেপ্তারের বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। তবে তাঁর কাছে এখনো কোনো কাগজপত্র আসেনি। যে মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় সেটি ঢাকায় করা মামলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়