প্রকাশ : ১০ মে ২০২৫, ২১:০৯
রোববার পুরাণবাজার জগন্নাথ মন্দিরে ভগবান নৃসিংহদেবের চতুদর্শী ব্রত উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রোববার (১১ মে ২০২৫ ) ব্যাপক আয়োজনে সর্ব বিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী ভগবান নৃসিংহ চতুদর্শী ব্রত উদযাপিত হবে চাঁদপুর শহরের পুরাণবাজার সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে। এই উপলক্ষে শনিবার (১০ মে ২০২৫) সন্ধ্যায় সমবেত ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতিতে গঙ্গা আবাহন শেষে মন্দির অঙ্গনে অধিবাস, তুলশী আরতী, গৌর আরতী, শ্রীমদ্ভাগবত পাঠ ও প্রসাদ বিতরণ করা হয়। রোববার সকাল ৮ টায় মন্দির অঙ্গনে ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা ও তুলশী অর্পণ এবং দুপুর আড়াইটায় বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে ভগবান নৃসিংহদেবের যজ্ঞানুষ্ঠান। সন্ধ্যায় পুষ্পাঞ্জলি অর্পণ, তুলশী আরতী, গৌর আরতী এবং রাত ৯টায় অনুষ্ঠিত হবে অনুকল্প প্রসাদ বিতরণ। আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান সমূহে সকলের বিনম্র উপস্থিতি কামনা করেছেন সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক ডা. সহদেব দেবনাথ।
|আরো খবর
জগন্নাথ মন্দির ছাড়াও এই দিন চাঁদপুর জেলাসহ দেশের সকল স্থানের ধর্মীয় মন্দির থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়েও অনেক ভক্ত সকল বিঘ্ননাশকারী ভগবান নৃসিংহ চতুদর্শী ব্রত পালন করবেন পরম ভক্তিভরে।
উল্লেখ্য, নৃসিংহ চতুদর্শী ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের জন্মদিন বা ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার। পৌরাণিক কাহিনি অনুযায়ী অত্যাচারী অসুর রাজা হিরণ্যকশিপু ছিলেন কঠোর বিষ্ণু বিরোধী ও অত্যাচারী। কিন্তু তার বালক পুত্র প্রহল্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। ধ্যান, জ্ঞান, কর্মে সকল সময়ই বালক প্রহল্লাদ বিষ্ণুর প্রতি আসক্ত থাকায় পুত্রের প্রতি পিতা হিরণ্যকশিপু ভীষণ ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে সাজা দিয়েও যখন বিষ্ণুর তপস্যা থেকে বিরত রাখতে ব্যর্থ হন, তখন হিরণ্যকশিপু পুত্রকে প্রাণে মারতে উদ্ধত হলে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে ভক্ত প্রহল্লাদকে রক্ষা করেন এবং অত্যাচারী অসুর রাজা হিরণ্যকশিপুকে হত্যাসহ পৃথিবীতে শান্তি স্থাপন করেন।
নৃসিংহ চতুদর্শী ব্রত পালনে জীবনের সকল বিঘ্ন দূরীভূত হয় বলে ভক্তরা পরম ভক্তি সহকারে এই ব্রত পালন করে আসছেন।