রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫

ঘোষপাড়া জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বী প্রত্যেককে ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথে এগিয়ে যেতে হবে

-অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রশাসন ও অর্থ

স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বী  প্রত্যেককে ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথে এগিয়ে যেতে হবে

শ্রীকৃঞ্চের জন্মতিথিতে সনাতন সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর শহরের পুরাণবাজার ঘোষপাড়া কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। ৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে স্থানীয় লোহারপুল চত্বরে ঘোষপাড়া জন্মাষ্টমী কমিটি আয়োজিত মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শুভযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশকে সামনের দিকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ তৈরি করেছেন একটি অসাম্প্রদায়িক দারিদ্র ক্ষুধামুক্ত দেশ।সেই স্বপ্নের পথে মাননীয় প্রধানমন্ত্রী অনেকখানি পথ এগিয়ে নিয়ে গেছেন। সনাতন ধর্মাম্বলি যারা আছেন প্রত্যেককে ন্যায়ের আদর্শের পথে থেকে ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথে এগিয়ে যেতে হবে।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরেশ মালাকার, চাঁদপুর জেলা পুলিশের ডি আই ওয়ান মনিরুল ইসলাম, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব শর্মা, ব্যবসায়ী গণেশ চন্দ্র দে, চাঁদপুর পৌর পূজা কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহা, ঘোষপাড়া পূজা কমিটির নন্দু,অমিত ঘোষ প্রমুখ। ঘোষপাড়া জন্মাষ্টমী শুভযাত্রায় অংশ নিতে সেখানে বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্তের সমাগম ঘটে।

শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের জেলখানাসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নিয়েছেন ভক্তরা। পরে তারা জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত শোভাযাত্রায় যোগ দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়