বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ২০:৫৫

ফরিদগঞ্জের নূর হোসেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত

শামীম হাসান
ফরিদগঞ্জের নূর হোসেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত

ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর হোসেন পাটওয়ারী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে ফরিদগঞ্জ উপজেলার শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। শিক্ষক-নেতৃত্বে চাঁদপুরের সক্রিয় অংশগ্রহণকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের পর মো. নূর হোসেন পাটওয়ারী এক প্রতিক্রিয়ায় বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি জনাব মো. আবুল কাশেম স্যার এবং সাধারণ সম্পাদক জনাব মো. মোস্তাফিজুর রহমান শাহীন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সমিতির মিডিয়া সম্পাদক জনাব এসকে শহিদ স্যার, চাঁদপুর জেলা সভাপতি জনাব মো. মোস্তফা কামাল স্যার এবং আমার প্রিয় নেতা জনাব মো. গিয়াস উদ্দিন কবির স্যারের প্রতি, যাঁদের প্রেরণা ও সহযোগিতা আমাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেনো আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

উল্লেখ্য, মো. নূর হোসেন পাটওয়ারী একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি লড়াইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি পেশাজীবী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়