প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৭:৫২
মতলবে ছোট লক্ষ্মীপুর নুরানী হাফেজিয়া মাদ্রাসায় মিলাদ ও কমিটি গঠন
সভাপতি বশির আহম্মেদ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান
রেদওয়ান আহমেদ জাকির

মতলবের ছোট লক্ষ্মীপুর নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার স্বজন মো. নুরুল হক জিতু।
মতলবে ছোট লক্ষ্মীপুর নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ এবং মাদ্রাসার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (২ মে ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার স্বজন মো. নুরুল হক জিতু।
মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সদস্য ও সমাজসেবক মো. আ. কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. বশির আহম্মেদ খান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম সরকার, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু সায়েম, সমাজসেবক কামরুজ্জামান সবুজ, চট্টগ্রাম ইপিজেডের অবসরপ্রাপ্ত ডিরেক্টর জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
পরে প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার স্বজন মো. নুরুল হক জিতু মাদ্রাসা ও এতিমখানার উপদেষ্টা মণ্ডলী এবং পরিচালনা কমিটি ঘোষণা করেন। উপদেষ্টামণ্ডলীতে আয়েশা আক্তার খান প্রধান উপদেষ্টা এবং মজিবুর রহমান, চমন রহমান, ফাতেমা আক্তার, সালিমা জামান ও মো. মহসিন সরকার উপদেষ্টা; পরিচালনা কমিটিতে সভাপতি মো. বশির আহম্মেদ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, অর্থ সম্পাদক মো. আবুল বাশার মিলন, সদস্য মো. নাজির প্রধান ও মো. ইব্রাহিম সরকার। পরে অন্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।