বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২১:৫৭

চাঁদপুর সদর মডেল থানায় ওপেন হাউজ ডে

গোলাম মোস্তফা।।
চাঁদপুর সদর মডেল থানায় ওপেন হাউজ ডে
চাঁদপুর সদর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মো. আব্দুল হান্নান রনি।

চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে বুধবার (৩০ এপ্রিল ২০২৫) বিকেলে থানার হলরুমে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শারমিন রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে আপনারা সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।

তিনি নিজ বাহিনীর উদ্দেশ্যে বলেন, পুলিশের সুনাম ও ঐতিহ্য আরো উজ্জ্বল করতে এবং পুলিশি সেবাকে গণমুখী ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের আস্থা অর্জন করে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে তিনি নিজ বাহিনীর প্রতি আহ্বান জানান। তিনি অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের জন্যর উন্মুক্ত আলোচনায় অংশ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার জন্যে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়