প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ২১:৪২
চাঁদপুর সদরে ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযান
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্য আটক

চাঁদপুর সদর উপজেলায় ও ফরিদগঞ্জে তালিকাভুক্ত সাত কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) রাত পৌনে ৯ টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও চাঁদপুর সদর থানা পুলিশ তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে চাঁদপুর শহরের প্রেসক্লাব এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য আপন (১৯), শিপন (১৯) এবং ফারহানকে (১৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট থেকে ৩টি চাইনিজ কুড়াল, ৩টি রামদা এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
|আরো খবর
চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ প্রবীর চক্রবর্তী জানিয়েছেন, ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪ কিশোর গ্যং সদস্যকে আটক হয়েছে। এরা হলো : মো. হৃদয় (১৮), মো. তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) এবং শাহেদ মোল্লা (১৭)। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাশারা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প সূত্র।
সূত্র জানায়, ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত যৌথ অভিযানে পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাশারা এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্যদের আটক করা হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।