প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ২০:৪৭
র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৬২জন গ্রেফতার, আরসা সদস্য-১৫জন গ্রেফতার, হত্যা মামলায় ৮৬জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৫জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৮জন গ্রেফতারসহ ৮২টি অস্ত্র, ১২৭৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৪৯ জনের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৪১জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৩জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৩জন, জেল পলাতক ৩৫ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৫১জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
|আরো খবর
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. বেলাল হোসেন বাপ্পি (২১) ফেনী জেলার ফেনী সদর থানার দেবীপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।