প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৭
ফরিদগঞ্জে সাংবাদিক মশিউর রহমানের মায়ের মৃত্যু

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মশিউর রহমান (মনা মাস্টার)-এর মা মোসাম্মৎ কামরুন্নাহার (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
মরহুমার পুত্র মো. মশিউর রহমান (মনা মাস্টার) ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তাঁর মায়ের মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোসাম্মৎ কামরুন্নাহারের মরদেহ দাফনপূর্ব আনুষ্ঠানিকতায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মায়ের জন্যে দোয়া কামনা করেছেন মো. মশিউর রহমান (মনা মাস্টার)।
মৃত্যুকালে মোসাম্মৎ কামরুন্নাহার ৪ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী স্থানীয় স্বনামধন্য চিকিৎসক মো. মজিবুল হক গত প্রায় ৬ বছর পূর্বে মৃত্যুবরণ করেন।
মরহুমার জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রধান শিক্ষক নুর হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।