প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১৪:১০
হালিমাতুছ সাদিয়া মহিলা মাদ্রাসায় ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের রেফ্রিজারেটর বিতরণ
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের উদ্যোগে হালিমাতুছ সাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রেফ্রিজারেটর প্রদান করা হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে এ রেফ্রিজারেটর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি নাসরিন আক্তারের সভাপ্রধানে ও সেক্রেটারী আফরোজা পারভীনের পরিচালনায় উপস্থিত ছিলেন আইপিপি মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট ডালিয়া খানম, রওশন আক্তার, সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নী, এডিটর ফৌজিয়া পুতুল, ট্রেজারার রুবিনা মরিয়ম ও আইএসও ফাহমিদা খানম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা এ কার্যক্রমের জন্য তাদের জন্য দোয়া করেন এবং তাদের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান।