প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০৭
সাচার কেন্দ্রে ১ পরীক্ষার্থী বহিষ্কার
এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কচুয়ার সাচার কেন্দ্রে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
|আরো খবর
জানা গেছে, বৃহস্পতিবার সাচার উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিজাম উদ্দিন লুকিয়ে পরীক্ষার হলে মোবাইল সেট নিয়ে যায়। বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলামের নজরে আসলে তাকে বহিষ্কার করা হয়।
ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কচুয়া উপজেলায় ৩ হাজার ৪শত ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বহিষ্কার ১,অনুপস্থিত ৫ জন।
অভিভাবক ও শিক্ষকগণ জানান, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ বছর নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা চলছে। এ জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীসহ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।