বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৮

হাজীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে  ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
হাজীগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নিহত নির্মাণ শ্রমিক মনা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

নির্মাণাধীন ভবনের ছাদের বাঁশ খুলতে গিয়ে পা ফসকে নিচে পড়ে মো. শাহজালাল মনা (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ মকিমাবাদ এলাকার চৌধুরীপাড়ায়। নিহত মনা পৌর ৭নং ওয়ার্ডের বদরপুর এলাকার করিম মিজি বাড়ির দেলোয়ার মিজির ছেলে।

জানা যায়, এদিন সকালে ভবনটিতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন শাহজালাল মনা। তিনি বাঁশ খুলতে গিয়ে পা পিছলে ৬ তলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার অবস্থার অবনতি হওয়ায় কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসাশেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুপুরে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের স্ত্রী রিফা সুলতানা বলেন, কাজ করতে গিয়ে আমার স্বামী পা পিছলে পড়ে আহত হন। পরে তিনি কুমিল্লায় মারা যান। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক চাঁদপুর কণ্ঠকে জানান, অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহত শাহজালালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়