বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৫

মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, খেলাধুলা আয়োজন করলে শিক্ষার্থীরা আনন্দ পায়। কোনো শিক্ষার্থীর পড়ালেখার খরচ চালাতে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি সার্বিক সহযোগিতা করবো। আমাদের ঝরে পড়া রোধ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার তোমাদের উপবৃত্তি দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে। প্রাথমিক শিক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে। তোমাদের ভালো মানুষ হতে হবে। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মনের বিকাশ ঘটে। তিনি শিক্ষকদের সম্মান করা, পিতা-মাতাকে সম্মান করাসহ মানবিক মূল্যবোধের অধিকারী হবার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আজকে তোমাদের যেমন খুশি তেমন সাজো পর্বটি উপস্থাপন খুবই ভালো হয়েছে। এখানে কিছু শিক্ষণীয় আছে। কীভাবে নিজেকে উপস্থাপন করা যায়, তা যেমন খুশি তেমন সাজো-এর মাধ্যমে তুলে ধরা যায়। তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবে। এতে তোমরা কেউ মন খারাপ করবে না, যারা আজকে পরাজিত হয়েছো, তারা আগামীতে ভালো করার চেষ্টা করবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। খেলাধুলার মাধ্যমে মন মানসিকতার পরিবর্তন হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়েছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরো বলেন, তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তোমাদের সেভাবেই গড়ে উঠতে হবে। ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারী শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারী শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারী শিক্ষিকা তানজিনা খানম, সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারী শিক্ষক মো. ইয়াছিন খান, বিশিষ্ট সমাজসেবক মো. নুরুজ্জামান মুন্সি, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকার, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. শান্ত গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রবিউল আউয়াল (রবি) গাজী সহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় মাঠে যেমন খুশি তেমন সাজো পর্ব শুরু হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজো পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে উপহার প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার। পরে অন্যান্য অতিথিকে প্রধান অতিথি উপহার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শুরুতে অতিথিদের ব্যাজ পরিধান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়