বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৪

রূপসায় এমএ হান্নান শিক্ষা-মানব কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
রূপসায় এমএ হান্নান শিক্ষা-মানব কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নানের ব্যক্তিগত উদ্যোগে অসহায় শীতার্ত নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারীর পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমএ হান্নানের পক্ষে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মঞ্জিল হোসেন। মঞ্জিল হোসেন বলেন, দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে আলহাজ্ব এমএ হান্নান ফরিদগঞ্জ উপজেলার গরিব, দুঃখী ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তবসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট নির্মাণে এমএ হান্নান শিক্ষা-মানব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দান- অনুদান দিয়ে আসছেন। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতও এর ধারাবাহিকতা চলমান থাকবে। যেহেতু এমএ হান্নান আমাদের ফরিদগঞ্জের জন্যে আশীর্বাদ, তাই আগামী সংসদ নির্বাচনে আমরা ফরিদগঞ্জবাসী তাঁকে এমপি হিসেবে দেখতে চাই। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদগঞ্জের আহ্বায়ক ও অভিভাবক। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এ উপজেলার প্রতিনিধি। তাঁর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ও অভিন্ন। উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিগতদিনের শাসন আমল দেখেছেন। হত্যা, হামলা-মামলা, জেল-জুলম থেকে মুক্তি পেতে হলে অবশ্যই জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত করতে হবে। তাই প্রত্যেকের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে আপনাদের গণসচেতনতা সৃষ্টি করতে হবে। বেগম খালেদা জিয়ার জন্যে আপনারা দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। উল্লেখ্য, এমএ হান্নান শিক্ষা-মানব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে রূপসা উত্তর ইউনিয়নে নারীদের মাঝে ৯০০ পিচ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন (নফর আলী) মুন্সি, মো. হুমায়ুন কবীর টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির ও এমরান হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রূপসা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়