রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩

ছাত্রকল্যাণ ট্রাস্টের জাতীয় সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি
ছাত্রকল্যাণ ট্রাস্টের জাতীয় সেমিনার

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত  'ভবিষ্যৎ বাংলাদেশ বির্নিমাণে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের ভূমিকা' শীর্ষক জাতীয় সেমিনার এবং ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডা. সায়েদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর জেনারেল ( অব.) প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম। 

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান প্রমুখ।

সেমিনারে ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত এবং নিহত ছাত্রদের সুচিকিৎসা ও আলাদা ছাত্রকল্যাণ মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন করে এই সকল ছাত্র-ছাত্রীকে আজীবন ভাতা প্রদানের আওতায় আনার জন্যে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে  ছাত্র- জনতার গণআন্দোলনের ওপর বিশেষ ক্যালেন্ডার ২০২৫-এর মোড়ক উন্মোচন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়