প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩৮
কচুয়ায় স্কাউটের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা
কচুয়ায় জাতীয় পর্যায়ে স্কাউটের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) উপজেলার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ২০২৩ সালের জন্যে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ম-১০ম শ্রেণির ৩৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় জাতীয় সদর দপ্তর মনোনীত বাংলাদেশ স্কাউটের সহকারী লিডার ট্রেইনার মো. ইব্রাহীম উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থী ও যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট সহায়ক ভূমিকা পালন করছে এবং একই সাথে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট কাজ করছে।
লক্ষ্মীপুর অঞ্চলের উড ব্যাজ লিডার সালমা খানম, কচুয়া উপজেলার ইউনিট লিডার এমদাদ উল্লাহ উড ব্যাজার, দিলীপ চন্দ্র সরকার, তামান্না আক্তার, উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্কাউট লিডার ও পরীক্ষা নিয়ন্ত্রক ইব্রাহীম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।