প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:২২
ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার শিক্ষা সভা
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) এক কর্মী শিক্ষা সভার আয়োজন করা হয়। সভাটি চাঁদপুর শহরের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ ইসমাইল খন্দকার। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সেক্রেটারী মোহাম্মদ আব্দুল্লাহ আল সিয়াম, জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আশেকে এলাহি, চাঁদপুর শহর শাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, শহর শাখার সেক্রেটারী মোহাম্মদ তানজিল ও মাদানী জোনের সভাপতি মোহাম্মদ আরাফাত।
সভায় বক্তারা কর্মীদের আদর্শিক উন্নয়ন, সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে ছাত্রসমাজকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে নেতৃত্ব প্রদান করতে হবে। উক্ত সভায় চাঁদপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সংগঠনের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। সভাশেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের জন্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।