রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪

মাছের সাথে এ কেমন শত্রুতা!

মাছের সাথে এ কেমন শত্রুতা!
অনলাইন ডেস্ক

কচুয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

মোহাম্মদ মহিউদ্দিন ॥ কচুয়ায় রাতের আঁধারে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে উত্তর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৎস্যচাষী মানিক মিয়া বাদী হয়ে একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মান্নান মিয়া, রুবেল, শামীম হোসেন ও আব্দুল জলিলকে আসামী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মানিক মিয়া ও রাসেল হোসেন নামে দুই মামাতো ও ফুফাতে ভাই প্রজেক্টে মাছের চাষ করে। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে মাছের প্রজেক্টে বিষ ঢেলে দেয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী দুই ভাইয়ের দাবি।

ভুক্তভোগী মানিক মিয়া ও রাসেল হোসেন বলেন, আমরা গরিব মৎস্যচাষী। মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। গত বছর ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে প্রজেক্টে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করি। বিষ প্রয়োগে মাছ নিধন করায় আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, নোয়াদ্দা গ্রামে মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কচুয়ায় নোয়াদ্দা গ্রামে প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ নিধন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়