প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০
বাণী

মাছ ও পানি আমাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। নদীমাতৃক বাংলাদেশে মৎস্য সম্পদ শুধু পুষ্টির উৎস নয়, এটি লক্ষ মানুষের জীবিকা ও সংস্কৃতির সঙ্গে জড়িত। এই খাতকে টেকসই ও লাভজনক রাখতে সঠিক তথ্য ও সচেতনতার কোনো বিকল্প নেই।
দৈনিক চাঁদপুর কণ্ঠের মাসিক বিশেষ আয়োজন ‘কৃষিকণ্ঠ’ মাঠ পর্যায়ের মাছচাষি ও মৎস্যজীবীদের বাস্তব অভিজ্ঞতা, সাফল্য, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। পুকুর ব্যবস্থাপনা, দেশীয় মাছ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মা মাছ রক্ষা এবং নিরাপদ মাছ উৎপাদনে ‘কৃষিকণ্ঠ’ যে সচেতনতামূলক ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবি রাখে।
চাঁদপুর জেলায় মৎস্য উন্নয়নের ক্ষেত্রে ‘কৃষিকণ্ঠ’ মৎস্য বিভাগ ও মাছচাষিদের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করেছে। এর ফলে অনেক মাছচাষি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষপদ্ধতির দিকে আগ্রহী হয়ে উঠছেন।
‘কৃষিকণ্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এর সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতেও ‘কৃষিকণ্ঠ’ জলাশয় রক্ষা, দেশীয় মাছ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রইলো।
মোহাম্মদ ফখরুল ইসলাম
জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর ।








