প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫
বাণী

কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। টেকসই কৃষি উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকের ক্ষমতায়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দৈনিক চাঁদপুর কণ্ঠের মাসিক বিশেষ আয়োজন ‘কৃষিকণ্ঠ’ প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘কৃষিকণ্ঠ’ মাঠ পর্যায়ের কৃষক, খামারি ও উদ্যোক্তাদের সাফল্য, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরে কৃষিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করছে। ‘কৃষিকণ্ঠ’ পাঠের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে কৃষি ক্ষেত্রে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, এছাড়া আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থাপনার দিকে আগ্রহী হয়ে উঠছেন।
চাঁদপুর জেলার কৃষি উন্নয়নে ‘কৃষিকণ্ঠে’র এই ইতিবাচক ভূমিকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজকে আরও গতিশীল করেছে। কৃষি অফিস ও কৃষকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে ‘কৃষিকণ্ঠ’ যে দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।
‘কৃষিকণ্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতেও ‘কৃষিকণ্ঠ’ কৃষকের কণ্ঠস্বর হয়ে কৃষি ও কৃষক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রইলো।
মোহাম্মদ আবু তাহের
উপপরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর।








