বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ২০:১৮

পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে মতলব উত্তর আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়

মাহবুব আলম লাভলু
পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে মতলব উত্তর আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সাথে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

২২ আগস্ট রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী।

আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, জাহাঙ্গীর মো. আদেল, আবদুস সাত্তার, ইঞ্জি. খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহিরুল ইসলাম’সহ নেতৃবৃন্দ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সাথে সৌজন্য সাক্ষাতের সময় নেতৃবৃন্দ মতলব উত্তর উপজেলার রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোকপাত করেন। মতলব উত্তরের উন্নয়ন সম্ভাবনাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বলে জানান।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। সকল সমস্যা সমাধানসহ সম্ভাবনার কথা তুলে ধরেন। মতলব উত্তরকে উন্নয়নের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়