প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৫
চাঁদপুর সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। সোমবার (২১ এপ্রিল ২০২৫) বিকেলে তিনি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আলম বাবু পাটোয়ারী, ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সাংগঠনিক সম্পাদক দাদন খান, বিএনপি নেতা সিদ্দিক ভূঁইয়া, যুবদল নেতা নূর হোসেন বেপারীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রাস্তার পাশের ১১ টি দোকান পুড়ে যায়।