প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ২০:৩১
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে এইচএসসি পরীার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপ্রধানে বুধবার (৯ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
|আরো খবর
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মল্লিকা রানী পাল, মো. মিজানুর রহমান, মো. রাশেদ গাজী, বেনজির আহমেদ, মোক্তার আহমেদ, কামরুল হাসান মিল্টন, প্রভাষক স্বপন কুমার মজুমদার, প্রাক্তণ শিক্ষার্থী ইমাম হোসেন, পরীক্ষার্থী ফারিয়া আক্তার, সিনথিয়া তাসনিম সূচি, ফিরোজ, মরিয়ম আক্তার, আকাশ হোসেন, মৌমিতা বনিক এবং অধ্যয়নরত শিক্ষার্থী তাসনিম জামান, ফারিহা আক্তার, নাঈম হোসেন প্রমুখ।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও প্রভাষক ফারজানা কুমকুমের যৌথ সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলোয়াত করেন পরীক্ষার্থী আবদুল্লাহ ও গীতা থেকে পাঠ করেন মৌমিতা রানী পপি। অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান পরীক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে কলেজের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আইসিটি বিভাগের প্রভাষক স্বপন কুমার মজুমদার এবং জাতীয় শিক্ষা সপ্তাহে উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয় এর পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. ফয়েজুল্লা।