শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৬:২২

হাজীগঞ্জের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইছহাক

পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইছহাক

হাজীগঞ্জ উপজেলার বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইছহাক।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

এর পূর্বে নির্বাচিত সদস্যদের মতামতের জন্য এনায়েত করিম ইছহাকের নাম সভাপতি পদে প্রস্তাব করেন বিদ্যালয়ের দাতা সদস্য শাহআলম বাবুল ও সমর্থন করেন অভিভাবক সদস্য নূর মোহাম্মদ। এ সময় সকল নির্বাচিত সদস্য এক যোগে এনায়েত করিম ইছহাককে সমর্থন করেন।

পরে সাধারণ সভায় সভাপতি সকলকে রেজুলেশন পড়ে শুনান।

এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক প্রতিনিধি রফিক উল্যাহ, আঃ রহমান, সংরক্ষিত শিক্ষক মহিলা সদস্য তাহমিনা আক্তার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হাজেরা বেগম মুক্তা, অভিভাবক সদস্য মদন মহন অধিকারী, ইমাম হোসেন, মাসুদ কামাল।

এ সময় নব – নির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ। সভাপতির পক্ষ থেকে সকলকে মিষ্টি বিতরন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, উন্নয়ন কমিটির আহবায়ক শাহ এমরান হোসেন বাচ্চু।

৫৯নং বড়কুল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসাইন সহ সহকারী শিক্ষকবৃন্দ।

এর পূর্বে সোমবার (৭ আগস্ট) বিদ্যালয়ের অভিভিবক কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে মদন মহন অধীকারী ১৫০ ভোট, ইমাম হোসেন ১৪৭ ভোট, নূর হোসেন ১৪০ ভোট ও মাসুদ কামাল ১৩৮ ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন।

নির্বাচনে মোট ভোটার ছিলো ৩১০। ভোটাধিকার প্রয়োগ করেন ২৮১ জন। মোট ভোট বাতিল হয় ১৮টি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়