শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ২১:৩৭

প্রাণ খুলে স্বপ্নের ওয়াকওয়ে ঘুরে দেখলেন মেজর (অবঃ) রফিক

প্রাণ খুলে স্বপ্নের ওয়াকওয়ে ঘুরে দেখলেন মেজর (অবঃ) রফিক
মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ডাকাতিয়ার পাড়ে গড়ে উঠা দৃষ্টিনন্দন ওয়াকওয়ের নির্মাণ কাজ ঘুরে দেখলেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। ২৯ জুলাই শনিবার দুপুরে কাজের অগ্রগতি স্বচক্ষে দেখতে ছুটে যান তিনি। প্রখর রোদের মাঝে ওয়াকওয়ের বিভিন্ন নির্মাণ কাজ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। সুচিপাড়া ব্রিজ থেকে চিখটিয়া ব্রিজ পর্যন্ত দু-কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে ওয়াকওয়ে। মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের ঐকান্তিক প্রচেষ্টায় স্বপ্নের বাস্তবায়ন দেখতে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ওয়াকওয়ের পূর্ব প্রান্ত থেকে খোলা অটতে করে ওয়াকওয়ে পরিদর্শন করেন। অত্যন্ত প্রাণবন্ত হাস্যজ্জল পরিবেশে তিনি নিজে ও বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে ছবি তুলেন। কথা বলেন প্রাণ খুলে। এসময় গনমাধ্যম কর্মীদের তিনি জানান, জনগণের বিনোদনের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে, এতে করে নদী রক্ষা, অবৈধ দখল মুক্ত করা,ওয়াকওয়ে গড়ে উঠলে এ এলাকায় বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি জানান, ওয়াকওয়ের দুপাশে গড়ী পার্কিংয়ের জন্য ৮ তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ করা হবে সেখানে প্রায় ৭/৮ শত গড়ী পার্কিং করা যাবে। তিনি জানান, ওয়াকওয়ে প্রবেশের জন্য কোন ফ্রি দিতে হবে না। আগামী আগষ্ট মাসে ওয়াকওয়ে উদ্বোধনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এজন্য তিনি বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের যথা সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন।

তিনি বলেন, নদী খননের ফলে নদীর পানি সচ্চ হয়েছে, মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মাছের অবাধ বিচরণ ঘটছে। ওয়াকওয়ে নির্মাণ কাজ সমাপ্ত হলে জনগণের উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মুহিদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাজেদুল রহমান, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ও প্রজেক্ট ডাইরেক্টর মোঃ আমজাদ হোসেন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, উপ সহকারী প্রকৌশলী

মোঃ ওমর ফারুক, মোঃ আরিফ হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর এস এস রহমান ও তানিয়া নুনা জেবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়