রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ২১:৪৪

মৎস্য রক্ষায় ডাকাতিয়া নদীতে প্রশাসনের অভিযান দেড় লাখ টাকার চায়না রিং জাল পোড়ানো হলো

মোঃ মঈনুল ইসলাম কাজল
মৎস্য রক্ষায় ডাকাতিয়া নদীতে প্রশাসনের অভিযান দেড় লাখ টাকার চায়না রিং জাল পোড়ানো হলো

মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী ১২ জুলাই বিকেলে ডাকাতিয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি প্রায় দেড় লাখ টাকায় অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন। বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চিখটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, শাহরাস্তি থানার উপপরিদর্শক কিশোর ভড়ুয়া। উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী জানান, মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোন অভিযুক্তকে না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। তিনি জানান, প্রায় দেড় লাখ টাকার অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল পোড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়