শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১৯:৫৮

হাইমচরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
হাইমচরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

হাইমচরে পানিতে ডুবে জাহিদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি দক্ষিণ আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি প্রবাসী জাহিদুল ইসলাম মিজির একমাত্র ছেলে। ৫ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় দক্ষিণ আলগী ইউনিয়নের মিজি বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে সে নিহত হয়।

জানা যায়, শিশুটি দুপুরে খাবার খেয়ে বাড়ির পাশের পুকুর পাড় খেলা করছিলো। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে উঠে। বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাঃ নুসরাত জাহান (শান্তা) শিশুকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আম্মু ভাত দাও আম্মু ভাত দাও আর বলবে না, একথা বলে মা-বাবার কান্না ও আহাজারি থামছে না।

গত দুইদিন আগে হাইমচর কমলা পুর গ্রামে পানিতে ডুবে ৩ বছরের আরো এক মেয়ে শিশুর মারা যায়। গত ২ জুলাই এই মৃত্যুর ঘটনা ঘটে।

সচেতন মহলের মতে, এখন বর্ষাকাল। বাবা-মা, আত্মীয়-স্বজনকে তাদের শিশু সন্তানের প্রতি একান্ত খেয়াল রাখা উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়