শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৮:১০

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগিতে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগিতে জেলা প্রশাসক

২৯ জুন চাঁদপুর সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশুরা এক অভিভাবকের সঙ্গে আনন্দমুখরভাবে ঈদ উদযাপন করতে পেরে খুব খুশি।

ঈদ-উল-আজহার দিনটিকে আরো আনন্দঘন করে তুলতে সরকারি শিশু পরিবার, চাঁদপুরের নিবাসি শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে সময় কাটিয়েছেন জেলা প্রশাসক।

এসময় তিনি বলেন, সকল শিশুই চায় ঈদের আনন্দ উপভোগ করতে। অনেকেই পারে, আবার কেউ পারে না। তাই কোমলমতি শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিছু উপহার নিয়ে তাদের কাছে এসেছি, উপভোগ করেছি। একজন বাবা হিসেবে সন্তানের বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা সমাজের সকলে যদি অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের একটু সহানুভূতি দেখাই ও সহযোগিতা করি, তাহলে সুন্দর সমাজ গঠনে তারাও ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ উক্ত কার্যালয়ের কর্মকর্তাগণ। অতিথিদের উদ্দেশ্য শিশু পরিবারের শিক্ষার্থীগণ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়