বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১২:৫৯

চাঁদপুর পৌর এলাকার ১২টি কেন্দ্রে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

বিমল চৌধুরী
চাঁদপুর পৌর এলাকার ১২টি কেন্দ্রে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু
চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দাতব্য চিকিৎসালয়ে গন ভ্যাকসিন প্রদান কার্যক্রম অবলোকন করছেন পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে বৈশ্বিক মহামারী করোনা প্রতিষেধক টিকা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ৭ আগস্ট সকাল ৯ টায় এই কার্যক্রম শুরু হতে দেখা যায়। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ কর্মীরা কেন্দ্রে আসা মানুষদেরকে এই টিকা প্রদান করেন। বর্তমান সময় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে থাকায় পৌর প্যানেলমেয়র মোহাম্মদ আলী মাঝিকে পৌর এলাকার বিভিন্ন কেন্দ্রে গিয়ে তা তদারকি করতে দেখা যায়।

টিকা গ্রহণে মানুষের স্বতঃস্ফূত উপস্থিতিতে প্যানেল মেয়র সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সরকার করোনা মহামারি থেকে মানুষকে রক্ষার লক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি বিনামূল্যে দেশব্যাপী করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেন। তখন কেউ কেউ টিকা গ্রহণ করলেও কেউ কেউ এই ভ্যাকসিন গ্রহণে বিরুপ মন্তব্যে প্রদান করেন। কিন্তু বর্তমান সময় করোনার প্রাদুর্ভাব ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় টিকা নিতে দলমত নির্বিশেষে সকল মানুষের আগ্রহ বেড়েছে। তাই সরকার ব্যাপক পরিষরে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের লক্ষে পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করেছেন। আমাদের মেয়র মহোদয়ের আন্তরিকতায় ও সিভিল সার্জনের সহযোগীতায় আমরা আজ অন্যান্য স্থানের ন্যায় চাঁদপুর পৌরসভাও এই কার্যক্রম শুরু করতে পেরেছি। সকলেই যদি এই ভ্যাকসিন গ্রহণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে আমরা নিশ্চয়ই মহামারি করোনা থেকে মুক্তি পাব। তিনি পৌর এলাকার বিভিন্ন টিকা কেন্দ্রে ভ্যাকসিন প্রদান কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তার সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়াসহ পৌর কাউন্সিলর ও পৌর স্বাস্থ্য কর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।

করোনা সংক্রমন প্রতিরোধে গত ৪ ফেব্রুয়ারি চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ঠ চাঁদপুর সদর হাসপাতালে বিনা মূল্যে এই টিকা প্রদান কার্যক্রম চলে আসছে। তা এখনো বলবৎ রয়েছে। যারা টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন তারাই শুধু নির্ধারিত তারিখ অনুযায়ী এই ভ্যাকসিন গ্রহন করতে পারবেন সদর হাসপাতালে। সরকার অতিদ্রুততম সময়ের মধ্যে অধিক সংখ্যক মানূষকে এই টিকার আওতায় আনার লক্ষ্যে ৭ আগস্ট গনটিকা দেওয়ার তারিখ নির্ধারণ করেন। কিন্তু তা পরিবর্তন করে আগামী ১৪ আগস্ট তা পুনঃনির্ধারণ করেন। এই গণটিকা কেন্দ্রে ১৮ বছর থেকে শুরু করে সকল মাানুষ কোনরকম রেজিস্ট্রেশন ছাড়াই আইডিকার্ড বা জন্মনিবন্ধন কাগজ দেখিয়ে এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। ৭ আগস্ট শনিবার দেশব্যাপী পৌর ও ইউনিয়ন পর্যায়ে যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে সেখানে শুধু ২৫ বছর থেকে শুরু করে নারী পুরুষ এই ভ্যকসিন গ্রহণ করতে পারবেন।

চাঁদপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোঃ হানিফ গাজী জানান, আজ পৌর এলাকার ১২টি কেন্দ্রে ২৪শ’ মানুষের মাঝে (প্রতি কেন্দ্রে ২শ’) বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদান করা হবে। সকাল ৯টায় শুরু হওয়া ভ্যাকসিন প্রদান কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়