শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ১৫:০১

চাঁদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শুভ নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শুভ নববর্ষ উদযাপন

চাঁদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষের ১৪২৯ সনের বর্ষবরণ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ বৃহস্পতিবার

সকাল সাড়ে ৮টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে আনন্দঘন পরিবেশে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাব ঘাট ডাকাতিয়া নদীর পাড় বৈশাখী মেলা প্রাঙ্গণে শেষ হয়। এ শোভাযাত্রায় রং-বেরং এর পোশাকে বিভিন্ন সাজে সজ্জ্বিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন, সাংস্কৃতিক সংগঠক,

শতশত শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করে।

বাঙ্গালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী এ শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলে। বর্ষবরণ শোভাযাত্রা ও দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ১৮-২০ টি দোকান মেলায় স্থান পায়। পরে সেখানে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর পৌরসভার বাস্তবায়নে শুভ নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠান ১৪২৯।

এসব কর্মসূচিতে জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়,

সদর সার্কেল আসিফ মহিউদ্দীন, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, বিভিন্ন ধর্মে-বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য ও কৃষ্টির জায়গায় সব বাঙালি এক ও অভিন্ন। নানা ঘাত-প্রতিঘাতে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও পয়লা বৈশাখে নববর্ষ উদ্‌যাপন এখনো স্বমহিমায় টিকে আছে।

তিনি বলেন,করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দুই বছর পহেলা বৈশাখ উপলক্ষে কোনো আয়োজন ছিল না। এবার করোনা সংক্রমণ কম থাকায় সাড়ম্বরে উদযাপন শুরু হলো পয়লা বৈশাখের।

তিনি বলেন,কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে হারিয়ে যেতে দেয়া হবে না। এ প্রজন্মকে আমাদের অতীতের গৌরবের সবকিছু জানাতে হবে।

জেলা প্রশাসক বলেন, মানুষের মনে শুভবোধ জাগিয়ে তোলার মানসে ও অপশক্তি রোখার শপথ এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।

আলোচনা শেষে চাঁদপুর শিল্পকলা একাডেমি পরিবেশনা বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এম আর ইসলাম বাবু বর্ষবরণ অনুষ্ঠানে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়