প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৫৮
বৈশাখের প্রথম দিনে কৃষকদের পাশে অ্যাড. নুরুল আমিন খান আকাশ

বৈশাখের প্রথম দিনে কৃষকদের পাশে থেকে ধান কেটে দিলেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
|আরো খবর
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের মধ্যে ইচলী ঢালীর ঘাট এলাকায় কৃষকদের সাথে থেকে ধান কাটার মৌসুম উদ্বোধন করেন।
উদ্বোধনকালে চাঁদপুুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে চিন্তা নিয়েছেন সেই লক্ষ্য নিয়ে আমরা কৃষকদের ধান কাটার উদ্বোধন করলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ করে কৃষকদের পাশেই থাকবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, সদর থানা শ্রমিক দলের সভাপতি নয়ন ভূঁইয়াসহ নেতৃবৃন্দ।