বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৮

হাজীগঞ্জে বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস পালন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস পালন

হাজীগঞ্জে বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারী সোমবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচণা করা হয়।

একই সময়ে এবং অমর একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ প্রতিষ্ঠানে সরকারি নির্দেশ মোতাবেক নানা কর্মসূচী পালিত হয়।

ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন,চাঁদপুর ৫ নির্বাচনি এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি সঞ্চালনে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়