প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১
পুড়ে যাওয়া ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের দিন মজুর শাহআলমের স্ত্রী মালেকা বেগমের একটি দোচালা টিনের ঘর গত নভেম্বর মাসে পুড়ে গেছে।
|আরো খবর
সরেজমিনে গেলে গরীব অসহায় মালেকা বলেন, গত ২/৩ মাস আগে আমার ঘরে পাক বসিয়ে বাহিরে যাই, এসে দেখি দাউ দাউ করে আগুন জলছে। আমি ডাক চিৎকার দেই পরে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি একেবারে অসহায়। আমার স্বামী একজন দিন মজুর। তার বাড়ি ফরিদপুর। তিনি আমাদের এলাকায় এসে দিন মজুরের কাজ করে। পরে সামাজিকভাবে আমাদের বিয়ে হয়। আমার ঘরে একটি কন্যাসন্তান হয়।
মেয়েটির বয়স যখন ২/৩ বছর হয়, তখন আমার স্বামী না বলে কোথায় যেন চলে যায়। আমি সরকারের বিভিন্ন সহযোগিতায় আমি কোন রকম চলি। এলাকার দশ বাপ- ভাই আমাকে সহযোগিতা করে, এভাবেই আমার একমাত্র মেয়েকে নিয়ে কোন রকম দিনাতিপাত করে আসছি। এখন আমার মেয়েকে আল্লাহর রহমতে বিয়ে দিয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কাছ থেকে আমাকে কিছু টিন দিয়ে কোন রকম মাথা গোঁজার ঠাঁই দিন। আমাকে এ পর্যন্ত সরকারের কাছ থেকে টিন দেয় নাই। এ অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দারানোর জন্য চাঁদপুর - ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড, নুরুল আমিন রুহুল এমপি ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসি।