প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩:২০
হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু
৪র্থ ধাপে অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহনের মধ্য দিয়ে ৪৮ চেয়ারম্যান ও ৫৩৬ জন সদস্যের ভাগ্য নির্ধারণ হবে। সকল ধরনের ভোটারদের প্রত্যাশা সুষ্ঠ ভোটের। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ, বিজিবি ও র্যাব) সদস্যরা। ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স।
|আরো খবর
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৪ জন এবং সংরতি নারী সদস্য পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়াও ২ জন সাধারন সদস্য ও ৩ জন সংরতি নারী সদস্যসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৪ জন রিটার্নিং অফিসার, ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৬২৩ জন সহ-প্রিজাইডিং অফিসার ও ১২৪৬ জন ও পোলিং অফিসার।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১১টি ইউনিয়নে ১০৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে ইভিএম এবং অন্যসব ইউনিয়নে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ১০৯টি ভোট কেন্দ্রের ৬২৩টি ভোট কক্ষে (বুথ) ২ লাখ ২ হাজার ৩৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৬০৮ জন ও নারী ভোটার ৯৭ হাজার ৭৯১জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের মোবাইল টিমের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।