সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০

৫০তম সনদপ্রাপ্তি দিবসে ডেপুটি গভর্নরের বাণী

৫০তম সনদপ্রাপ্তি দিবসে ডেপুটি গভর্নরের বাণী
অনলাইন ডেস্ক

রোটারী এক অব্যাহত আবেগের নাম। রোটারী আমাদের প্রেরণার উৎস। বাংলাদেশের রোটারী আন্দোলনের ইতিহাসে রোটারী ক্লাব অব চাঁদপুর একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব। এ ক্লাবের একটি নিজস্ব ভবন আছে যা অনেক ক্লাবের জন্যে ঈর্ষার কারণ। ১৯৭৪ সালের ১২ এপ্রিল এই ক্লাবটি চার্টার সনদ পায়। সেই দিনটি আমাদের জন্যে মহা আনন্দের। চাঁদপুর রোটারী ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে ভাইব্রান্ট ক্লাব। এই ক্লাবের চার্টার সনদ প্রাপ্তির পঞ্চাশ বছর পার হওয়া মানে অন্য ক্লাবগুলোর জন্যে অনুপ্রেরণা। ১৯৭০ সালের ২০ নভেম্বর জন্ম নেয়া ক্লাবটি মুক্তিযুদ্ধের সময়ে রোটারী ইন্টারন্যাশনালের চার্টার সনদ পায়নি যা বিলম্বে ১৯৭৪ সালের ১২ এপ্রিল হস্তান্তর হয়। এই দীর্ঘ পথ চলায় রোটারী ক্লাব অব চাঁদপুরের সদস্যবৃন্দ চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অবদান রেখেছে। পিতার সুবাদে শৈশবেই আমার রোটারী ক্লাব সম্পর্কে ধারণা জন্মায়। রোটারী আন্দোলন তাই আমার কাছে পরিবারের কর্মকাণ্ডের মতোই আপন।

আমি এই ক্লাবের একজন সদস্য হিসেবে গর্বিত ও আনন্দিত। আমার ক্লাবের চার্টার ডেতে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি রোটারী আন্দোলনের দীর্ঘায়ু কামনা করি।

রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম, পিএইচএফ

ডেপুটি গভর্নর

রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়